গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
শিল্পীঃ Shantideb Ghosh
অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া
কোন সাগরের পাড় হতে আনে কোন সুদূরের ধন
ভেসে যেতে চায় মন
ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া
পিছনে ঝরিছে ঝরো ঝরো জল গুরু গুরু দেয়া ডাকে
মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে
ওগো কাণ্ডারি কে গো তুমি কার হাসিকান্নার ধন
ভেবে মরে মোর মন
কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র কি মন্ত্র হবে গাওয়া
৩ ভাদ্র ১৩১৫ (১৯০৮)
Please follow and like us:
More Stories
অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার
অসীম ধন তো আছে তোমার তাহে সাধ না মেটে
অসীম কাল সাগরে ভুবন ভেসে চলেছে