অয়ি ভুবন মনো মোহিনী , মা
অয়ি নির্মল সূর্য করোজ্জল ধরণী জনকজননিজননী
নীল সিন্ধু জল ধৌত চরণ তল অনিল বিকম্বিত শ্যামল অঞ্চল
অম্বর চুম্বিত ভাল হিমাচল শুভ্র তুষার কিরীটিনী
প্রথম প্রভাত উদয় তব গগণে প্রথম সামবর তব তপোবনে
প্রথম প্রচারিত তব বনভবনে জ্ঞান ধর্ম কত কাব্য কাহিনী
চির কল্যাণময়ী তুমি ধন্য দেশ বিদেশে বিতরিছ অন্ন
জাহ্নবী যমুনা বিগলিত করুণা পুণ্য পীযুষ স্তন্য বাহিনী।।
ডিসেম্বর ১৮৯৬
More Stories
গণিতের সকল সূত্র একসাথে
কয়লা ও কালো শেলের মধ্যে 2 টি প্রধান পার্থক্য জানেন কি?
প্রফেসর মদন মোহন দে যে 4 টি কারনে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন