গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
শিল্পীঃ শ্রীকান্ত আচার্য
অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে
নিজের হাতে নিজে বাধা ঘরে আধা বাইরে আধা
এবার ভাসাই সন্ধ্যা হাওয়ায় আপনারে
কাটল বেলা হাটের দিনে
লোকের কথার বোঝা কিনে
কথার সে ভার নামা রে মন নীরব হয়ে শোন দেখি শোন
পারের হাওয়ায় গান বাজে কোন বীণার তারে।।
আশ্বিন ১৩২৫ (১৯১৮)
অশ্রু নদীর সুদূর পারে Listen on Youtube
More Stories
হোলি উৎসব কি রাধা-কৃষ্ণের প্রেমলীলা?
লোন পাওয়া কি অধিকার?
ভালবাসা ও মায়া কোনটি সেরা?