গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
শিল্পীঃ মিতা হক
অসীম ধন তো আছে তোমার তাহে সাধ না মেটে
নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে।।
দিয়ে রতন মনি দিয়ে তোমার রতন মনি আমায় করলে ধনী।
এখন দ্বারে এসে ডাক রয়েছি দ্বার এঁটে
আমায় তুমি করবে দাতা আপনি ভিক্ষু হবে
বিশ্ব ভুবন মাতল যে তাই হাসির কলরবে
তুমি রইবে না ওই রথে তুমি রইবে না রথে নামবে ধুলা পথে
যুগ যুগান্তর আমার সাথে চলবে হেঁটে হেঁটে।।
ভাদ্র ১৩২০ ( ১৯১২-১৯১৩)
অসীম ধন তো আছে তোমার তাহে সাধ না মেটে -শুনুন
More Stories
Motivation Speech:জীবন সাজানোর ১টিই উপায়
70+ অনুপ্রেরণামূলক উক্তি
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-2023 PDF