colorgeo.com

Disaster and Earth Science

আইল আজি পরান সখা

অল্প লইয়া থাকি তাই

আইল আজি পরান সখা 

দেখ রে নিখিল জন

আসন বিছাইল নিশীথিনী গগনতলে

গ্রহ তারা সভা ঘেরিয়া দাঁড়াইল

নীরবে বন গিরি আকাশে রহিল চাহিয়া

থামাইল ঘরা দিবস কোলাহল


ফাল্গুল ১২৯১ (১৮৮৫)