Colorgeo

Classroom of Money and Wisdom for Earth Science

আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে

Spread the love

আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে

আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে

তাই ভাবি যে বারে বারে

গহন রাতে চন্দ্র তোমার মোহন ফাঁদে

স্বপন দিয়ে মন কে বাঁধে

প্রভাত সূর্য শুভ্র জ্যোতির তরবারে 

ছিন্ন করি ফেলে তারে

বসন্ত বায় পরান ভুলায় চুপে চুপে

বৈশাখী ঝড় গরজি উঠে রুদ্র রূপে

শ্রাবণ মেঘের নিবিড় সজল কাজল ছায়া 

দিক দিগন্তে ঘনায় মায়া 

আশ্বিনে এই অমল আলোর কিরণ ধারে যায় নিয়ে কোন মুক্তি পারে

আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে

আকাশ তোমায় কোন রূপে
আকাশ তোমায় কোন রূপে

১৭ সেপ্টেম্বর ১৯২৬

রবীন্দ্র সঙ্গীত

লিরিক্স সহ গান বাংলা

বাংলা সব ক্যাটাগরি