আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে
তাই ভাবি যে বারে বারে
গহন রাতে চন্দ্র তোমার মোহন ফাঁদে
স্বপন দিয়ে মন কে বাঁধে
প্রভাত সূর্য শুভ্র জ্যোতির তরবারে
ছিন্ন করি ফেলে তারে
বসন্ত বায় পরান ভুলায় চুপে চুপে
বৈশাখী ঝড় গরজি উঠে রুদ্র রূপে
শ্রাবণ মেঘের নিবিড় সজল কাজল ছায়া
দিক দিগন্তে ঘনায় মায়া
আশ্বিনে এই অমল আলোর কিরণ ধারে যায় নিয়ে কোন মুক্তি পারে
১৭ সেপ্টেম্বর ১৯২৬
More Stories
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়
প্লেগ রোগের উৎপত্তি কোথায়: ইতিহাসের ভয়াবহ ব্লাক ডেথ প্লেগ মহামারী