Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা

ও আমার দেশের মাটি | Rabindra Sangeet | Iman Chakraborty
Spread the love

ও আমার দেশের মাটি 

সুর ও গীতিঃ রবীন্দ্র নাথ ঠাকুর

শিল্পীঃ ইমন চক্রবর্তী


ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা

তোমাতে বিশ্বময়ীর  তোমাতে  বিশ্বময়ীর  আঁচল পাতা

তুমি মিশেছ  মোর দেহের সনে 

তুমি মিশেছ মোর প্রাণে মনে

তোমার ওই শ্যামল কোমল মূর্তি মর্মে গাঁথা

ওগো মা  তোমার কোলে জনম আমার মরণ  তোমার বুকে 

তোমার পরে খেলা আমার দুঃখে সুখে 

তুমি অন্ন মুখে তুলে দিলে

তুমি শীতল জলে জুড়াইলে 

তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা

ও মা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা 

তবু জানি নে যে কী  বা তোমায় দিয়েছি মা 

আমার জনম গেল বৃথা কাজে 

আমি কাতাইনু দিন ঘরের মাঝে 

তুমি বৃথা আমার শক্তি দিলে শক্তি দাতা

ও আমার দেশের মাটি 

ও আমার দেশের মাটি


আশ্বিন ১৩১২ ( ১৯০৫)