কথামালা

কথামালা

Spread the love

Table of Contents

কথামালা

লিটন আকন্দ
——————–
সঠিক জায়গায় বললে কথা
সেটা হয় কাজের কথা,
জায়গা ঠিক না হলে হয়
ছোট মুখে বড় কথা।
রাষ্টপ্রধান বললে কথা
তা হয়ে যায় গুলির কথা
চুনোপুঁটি বললে কথা
সে হয়ে যায় কথার কথা।
মিঠা কথা তিতা হয়
স্বার্থে দিলে আঘাত
আদবের কথা বেয়াদবি হয়
থাকলে তাতে প্রতিবাদ।
সোজা কথা বাঁকা হয়
ভালোবাসা না থাকলে,
পুরান কথা নতুন হয়
পাওনাদার দেখলে।
হালকা কথা ভারী হয়
মনে দিলে ব্যথা,
রুক্ষ কথাও বাহবা পায়
বক্তা হলে নেতা।
শুকনো কথায় ভিজে না চিড়া
সে তো জানা কথা,
কারও মুখের কথায় মিলছে চাকরি
নয় খেলা কথা!
সহজ কথা কঠিন লাগে
কথায় থাকলে প্যাঁচ,
ভাবনার কথাও সত্যি হয়
জিতে গেলে ম্যাচ।
সস্তা কথা দামি হয়ে যায়
বললে মানী লোক,
ঠান্ডা কথা গরম লাগে
মাথায় থাকলে রাগ।
ন্যায্য কথাও উড়ো কথা হয়
সমর্থন না পেলে,
কিচ্ছার কথাও সমাদর পায়
টাকার কথা এলে।
কাঁচা কথা পাকা হয়
সব কথা শুনে,
রাগের কথা পানি হয়ে যায়
নারীর কথার গুণে।
জনের কথা মনের কথা
হলো অনেক কথা,
দুঃখের কথা কি বলব আর
সে অনেক কথা।
গানের কথা প্রাণের কথা
কথায় কথা আসে,
কথায় হাসি কথায় কান্না
কথায় ভালোবাসে।
কানে কথায় বিশ্বাস নেই
বেশি কথায়ও নয়,
বিস্তর কথা বলতে গেলে
মিছার মিশ্রণ হয়।
গাছের কথা ফুলের কথা
অনেক কথাই হয়,
আসল কথা কেউ বলে না
কথায় কাজে অমিল রয়।
কম কথা কম বিপদ
জ্ঞানীলোকেরা কয়,
তাইতো যাঁরা বুদ্ধিমান
শান্তই বেশি রয়।

কথামালা
কথামালা

লিটন আকন্দ
৩য় বর্ষ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন

Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *