ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু
পথে যদি পিছিয়ে পড়ি কভু
এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তরো
এই বেদনা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু
এই দীনতা ক্ষমা করো প্রভু
পিছন পানে তাকাই যদি কভু
দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়
সেই ম্লানতা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু।।
১৬ আশ্বিন ১৩২১ (১৯১৪)
Please follow and like us:
More Stories
কেন চোখের জ্বলে ভিজিয়ে দিলেম না শূকনো ধুলো যত