ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু
পথে যদি পিছিয়ে পড়ি কভু
এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তরো
এই বেদনা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু
এই দীনতা ক্ষমা করো প্রভু
পিছন পানে তাকাই যদি কভু
দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়
সেই ম্লানতা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু।।
১৬ আশ্বিন ১৩২১ (১৯১৪)
More Stories
গণিতের সকল সূত্র একসাথে
কয়লা ও কালো শেলের মধ্যে 2 টি প্রধান পার্থক্য জানেন কি?
প্রফেসর মদন মোহন দে যে 4 টি কারনে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন