Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

ক্ষম ক্ষম অপরাধ- লালনগীতি

Spread the love

ক্ষম ক্ষম অপরাধ
দাসের পানে একবার চাও হে দয়াময়।
বড় সঙ্কটে পড়িয়া দয়াল
বারে বারে ডাকি তোমায়।।

তোমার ক্ষমতায় আমি
যা ইছে তাই করো তুমি।
রাখো মারো সে নাম নামি
তোমারই এই জগৎময়।।

পাপী অধম ত্বরাতে সাঁই
পতিত পাবন নাম শুনতে পাই।
সত্য মিথ্যা জানবো হেথায়
ত্বরাইলে আজ আমায়।।

কসুর পেয়ে মারো যারে
আবার দয়া হয় গো তারে।
লালন বলে এ সংসারে
আমি কি তোর কেহই নই।।