গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা
হাপুর হুপুর ডুব পারিলে।
এবার মজা যাবে বোঝা
কার্তিকের উলানির কালে।।
কুতবি যখন কাফের জ্বালায়
তাবিজ তাগা বাঁধবি গলায়।
তাতে কি রোগ হবে ভালাই
মস্তকের জল শুষ্ক হলে।।
বাইচালা দেয় ঘড়ি ঘড়ি
ডুব পারিস কেন তারাতারি।
প্রবল হবে কফের নাড়ি
যাতে হানি জীবনমুলে।।
ক্ষান্ত দে রে ঝাপাই খেলা
শান্ত হরে ও মন ভোলা।
লালন কয় আছে বেলা
দেখলি নারে চক্ষু মেলে।।
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি