colorgeo.com

Disaster and Earth Science

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti

lalon geeti

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা
হাপুর হুপুর ডুব পারিলে।
এবার মজা যাবে বোঝা
কার্তিকের উলানির কালে।।

কুতবি যখন কাফের জ্বালায়
তাবিজ তাগা বাঁধবি গলায়।
তাতে কি রোগ হবে ভালাই
মস্তকের জল শুষ্ক হলে।।

বাইচালা দেয় ঘড়ি ঘড়ি
ডুব পারিস কেন তারাতারি।
প্রবল হবে কফের নাড়ি
যাতে হানি জীবনমুলে।।

ক্ষান্ত দে রে ঝাপাই খেলা
শান্ত হরে ও মন ভোলা।
লালন কয় আছে বেলা
দেখলি নারে চক্ষু মেলে।।