চেতনায় মা
মোঃ মঞ্জুরুল করিম রুপম
———————————–
ভালোলাগেনা চাঁদের আলো,
দূর আকশের নীল,
ভালো লাগেনা জোয়ার ভাটা,
শাপলা ফোটা বিল।
ভালো লাগেনা ঝরনা ধারা,
নদীর কলতান।
মনটা আমার দেখতে মাকে,
করে যে আনচাঁন।
মা যে আমায় হাঁটতে শেখায়,
শেখায় মুখের ভাষা,
আমার জন্য জমিয়ে রাখে,
অশেষ ভালোবাসা।
ভাবে শুধু আমায় নিয়ে,
থাকি যখন দূরে।
চেয়ে থাকে আমার পানে,
ফিরবো কখন ঘরে।
ছলছল দু’চোখ আমার,
শুধুই স্বপ্ন আঁকে,
যাবো কখন গাঁয়ের বাড়ি,
দেখবো কখন মাকে।
সবার কাছে দামি দামি অনেক জিনিস রই,
আমার কাছে দামি জিনিস,
মা ছাড়া কেউ নয়।
চেতনায় মা
মোঃ মঞ্জুরুল করিম রুপম
১ম বর্ষ,ফার্মেসী বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত