Colorgeo

Classroom of Money and Wisdom for Earth Science

তুমি আজ হতাশার নাম

Spread the love

তুমি আজ হতাশার নাম

মোঃ সায়মুম করিম
———————–
কৃষকের কষ্টের শ্রম দিয়ে করেছো তুমি,
মজুদ ব্যবসায়ীদের পকেট গরম।
তথ্য-প্রযুক্তির উন্নয়নের নিমিত্তে দিয়েছো তুমি,
নৈতিক তলানি।
লেখাপড়া ছাড়াই দিয়েছো তুমি,
পাশের ছড়াছড়ি।
সত্য খবরের নিমিত্তে দিয়েছো তুমি,
বাতাবি লেবুর ব্যাপক ফলন।
নৈতিকতার কারিগরের থেকে দিয়েছো তুমি,
লাঞ্ছনার হাতছানি।
নিরাপত্তার দাবিতে আন্দোলনে দিয়েছো তুমি,
অজ্ঞাত বাহিনীর গুলি।

হে বাঙালির বাংলা তুমি নাকি
মুসলিম প্রধান দেশ??
কি চাওয়া উচিত ছিল আর কি চেয়েছো,
কি বাছতে গিয়ে কি বেছে নিয়েছো?
হে বাঙালির বাংলা,
তুমি আজ হতাশার নাম!!
নব্বই শতাংশ হত দরিদ্রের মাঝে,
সেরা মাথা পিছু আয়ের নাম।
বন্ধু রাষ্ট্রের নামে বিক্রি করছো,
জনস্বার্থের মান।।

তুমি আজ হতাশার নাম

তুমি আজ হতাশার নাম

মোঃ সায়মুম করিম
ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

Artwork; এক নারীর গল্প

Artwork; সহযোগিতা

Artwork; জীবনের শিকড়

শিল্প কর্ম আর্ট ওয়ার্ক সব গুলো একত্রে ক্যাটাগরি

বাংলায় পড়ুন সবগুলো একত্রে ক্যাটাগরি