মোঃ সায়মুম করিম
———————–
কৃষকের কষ্টের শ্রম দিয়ে করেছো তুমি,
মজুদ ব্যবসায়ীদের পকেট গরম।
তথ্য-প্রযুক্তির উন্নয়নের নিমিত্তে দিয়েছো তুমি,
নৈতিক তলানি।
লেখাপড়া ছাড়াই দিয়েছো তুমি,
পাশের ছড়াছড়ি।
সত্য খবরের নিমিত্তে দিয়েছো তুমি,
বাতাবি লেবুর ব্যাপক ফলন।
নৈতিকতার কারিগরের থেকে দিয়েছো তুমি,
লাঞ্ছনার হাতছানি।
নিরাপত্তার দাবিতে আন্দোলনে দিয়েছো তুমি,
অজ্ঞাত বাহিনীর গুলি।
হে বাঙালির বাংলা তুমি নাকি
মুসলিম প্রধান দেশ??
কি চাওয়া উচিত ছিল আর কি চেয়েছো,
কি বাছতে গিয়ে কি বেছে নিয়েছো?
হে বাঙালির বাংলা,
তুমি আজ হতাশার নাম!!
নব্বই শতাংশ হত দরিদ্রের মাঝে,
সেরা মাথা পিছু আয়ের নাম।
বন্ধু রাষ্ট্রের নামে বিক্রি করছো,
জনস্বার্থের মান।।
More Stories
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়
প্লেগ রোগের উৎপত্তি কোথায়: ইতিহাসের ভয়াবহ ব্লাক ডেথ প্লেগ মহামারী