দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে
আমার সুর গুলি পায় চরণ আমি পাই নে তোমারে
বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তরী
এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে
তোমার সাথে গানের খেলা দুরের খেলা যে
বেদনাতে বাঁশি বাঁজায় সকল বেলা যে
কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি
আনন্দ ময় নীরব রাতের নিবিড় আঁধারে
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে লিরিক্স
ফাল্গুন ১৩২০ (১৯১৪)
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি