ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া
নিশিথিরাতের বাঁশি বাজে শান্ত হও গো শান্ত হও
আমি প্রদীপ শিখা তোমার লাগি ভয়ে ভয়ে একা জাগি
মনের কথা কানে কানে মৃদু মৃদু কও
তোমার দুরের গাঁথা তোমার বনের বানী
ঘরের কোনে দেহো আনি
আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে
সেই কথাটি তোমার কানে চুপি চুপি লও।।
২১ মাঘ ১৩২৯ ( ১৯২৩)
More Stories
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়
প্লেগ রোগের উৎপত্তি কোথায়: ইতিহাসের ভয়াবহ ব্লাক ডেথ প্লেগ মহামারী