Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া

Rezwana Choudhury Bannya
Spread the love

ধীরে ধীরে ধীরে বও

ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া

নিশিথিরাতের বাঁশি বাজে শান্ত হও গো শান্ত হও

আমি প্রদীপ শিখা তোমার লাগি ভয়ে ভয়ে একা জাগি

মনের কথা কানে কানে মৃদু মৃদু কও

তোমার দুরের গাঁথা তোমার বনের বানী

ঘরের কোনে দেহো আনি

আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে 

সেই কথাটি তোমার কানে চুপি চুপি লও।।

ধীরে ধীরে ধীরে বও লিরিক্স

ধীরে ধীরে ধীরে বও


২১ মাঘ ১৩২৯ ( ১৯২৩)