colorgeo.com

Disaster and Earth Science

ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া

রেজওয়ানা চৌধুরী বন্যা
Rezwana Choudhury Bannya

ধীরে ধীরে ধীরে বও  ওগো উতল হাওয়া

নিশিথিরাতের বাঁশি বাজে শান্ত হও গো শান্ত হও

আমি প্রদীপ শিখা তোমার লাগি ভয়ে ভয়ে একা জাগি

মনের কথা কানে কানে মৃদু মৃদু কও

তোমার দুরের গাঁথা তোমার বনের বানী

ঘরের কোনে দেহো আনি

আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে 

সেই কথাটি তোমার কানে চুপি চুপি লও।।


২১ মাঘ ১৩২৯ ( ১৯২৩)