Colorgeo

Classroom for Geology and Disaster

পবিপ্রবিতে ৪৫ তম একাডেমি কাউন্সিলের মিটিং

Spread the love

পবিপ্রবিতে ৪৫ তম একাডেমি কাউন্সিলে র মিটিং সম্পন্ন

আজ পবিপ্রবি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় এ ৪৫ তম একাডেমিক কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ও রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান। আরো উপস্থিত ছিলেন বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও বিভাগের চেয়ারম্যান বৃন্দ ও বহিঃস্থ সদস্য বৃন্দ।

উক্ত সভায় কভিড-১৯ এর প্রভাবে বিলম্বিত হওয়া ভর্তি পরীক্ষা ও বিভিন্ন সেমিস্টারের অনলাইন পরীক্ষা নিয়ে।

গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত সমূহ হলো

যথা সময়ে ভর্তি পরীক্ষা হবে গুচ্ছ পদ্ধতিতে

অনলাইনে বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা হবে নম্বর বণ্টন নিম্নরূপ ৫০% ভাইভা, ২৫% সৃজনশীল আসাইনমেন্ট, ২৫% সৃজনশীল প্রশ্ন।

সভায় রিজেন্ট বোর্ডের তিনজন নতুন সদস্য নির্বাচন করা হয়।

১. প্রফেসর ফজলুল হক

২. প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম

৩. প্রফেসর ড সন্তোষ কুমার বসু

পবিপ্রবিতে ৪৫ তম একাডেমি
পবিপ্রবিতে ৪৫ তম একাডেমি
পবিপ্রবিতে ৪৫ তম একাডেমি
পবিপ্রবিতে ৪৫ তম একাডেমি