Colorgeo.com

Disaster and Earth Science

বন্ধু যখন বই ও কম্পিউটার

Spread the love

বন্ধু যখন বই ও কম্পিউটার

বন্ধু যখন বই ও কম্পিউটার

বর্তমানে আমার কোন বন্ধু নাই  আমার আশে পাশে। শুনতে খারাপ লাগলেও এটাই কঠিন বাস্তব। সবাই ব্যস্ত। 

এখন আমার বন্ধু বই আর কম্পিউটার! আমি যখন কোন বই পড়ি তখন মনে হয় এটাই আমার সেরা বন্ধু। যেমন গত কয়েকদিন আগে একটি বই পড়লামরণে রাজনীতিতে শ্রীকৃষ্ণ বই টি পড়তে পড়তে মনে হল আমি একজনকে বন্ধু হিসাবে পেয়ে গেছি। আমরা যখন বন্ধুদের সাথে আড্ডা দেই বন্ধুদের গল্প শুনি শেয়ার করি নিজের কথা, ঠিক তেমনি বইটি পড়তে পড়তে মনে হল শ্রীকৃষ্ণের জীবনের কথা গুলো আমি শুনছি।

আমি শ্রোতা সে বক্তা। মহাভারতে শ্রীকৃষ্ণের কথা গুলো কত মানুষের জীবন বদলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শুধু শ্রীকৃষ্ণ কেন? যেকোন ক্যারেক্টার হতে পারে আমাদের জীবন বদলে দেয়ার জন্য। ভাল বন্ধু একেই বলে? তাই বই নিঃসন্দেহে একজন মানুষের ভাল বন্ধু। 

ইলন মাস্ক আমাকে অনুপ্রাণিত করেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাকে অনুপ্রাণিত করেছে। তার বই পড়তে গিয়ে মনে হয়েছে তার কথা আমি শুনছি তার পাশে বসে। আমার মনে হয় মাঝে মাঝে অনেক বই পড়তে হবে কিছু তা সম্ভব নয়। 

কম্পিউটার আমার সেরা বন্ধু, যদিও সে যে সব সময় ভাল কিছু দেয় তা নয়। কখনও কখনও সে আমার সময়ও নষ্ট করে। আমি তার প্রেমে পাগল। বই না থাক কম্পিউটার আমার সাথে থাকতেই হবে। তাই সেই আমার বেস্ট ফ্রেন্ড বলা যায়। কম্পিউটার যদিও সময়ের বিচারে বেস্ট ফ্রেন্ড, যেহেতু বেশি সময় জুড়ে আমার জীবনের মুহূর্ত গুলোর সাক্ষী এই কম্পিউটার।