colorgeo.com

Disaster and Earth Science

বন্ধু

kobita

মোঃ তছলিম উদ্দীন
—————————
আমি এমন একজন বন্ধু চাই-
যার কাছে-
আমার লুকানোর কিছু থাকবে না।
যার কাছে-
আমি আমার জীবনের,
প্রতিটি হেরে যাওয়া গল্প
নিঃসঙ্কোচে বলতে পারবো।
যার কাছে-
একটা বিষাক্ত অতীতের গল্প বলতে গিয়ে-
কান্না করা যাবে,
আমি এমন একজন বন্ধু চাই।

আমি এমন একজন বন্ধু চাই-
যে আমার,ভালো খারাপ সকল সময়ে পাশে থাকবে।
যে আমার-
সৃষ্টিশীল কাজে অনুপ্রেরণা হবে।
যে আমার-
একটা খোলা বইয়ের মতো হবে-
যার শুরু থেকে শেষ সবগুলো পৃষ্ঠাই
আমার জানা থাকবে,
আমি এমন একজন বন্ধূ চাই।

মোঃ তছলিম উদ্দীন
ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ,সেশন-২০১৮-২০১৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)