colorgeo.com

Disaster and Earth Science

বরিষ ধরা মাঝে শান্তির বারি

বরিষ ধরা মাঝে শান্তির

বরিষ ধরা মাঝে শান্তির বারি

শুষ্ক হৃদয় লয়ে আছ দাঁড়াইয়ে 

ঊর্ধ্ব মুখে নরনারী

না থাকে অন্ধকার

না থাকে মোহপাপ

না থাকে শোক পরিতাপ 

হৃদয় বিমল হোক 

প্রাণ সবল হোক 

বিধ্ন দাও অপসারি

কেন এ হিংসা দ্বেষ কেন এ ছদ্মবেশ

কেন এ মান- অভিমান

বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে 

জয় জয় হোক তোমারি।।


জ্যৈষ্ঠ ১২৯১ (১৮৮৪)