বরিষ ধরা মাঝে শান্তির বারি
শুষ্ক হৃদয় লয়ে আছ দাঁড়াইয়ে
ঊর্ধ্ব মুখে নরনারী
না থাকে অন্ধকার
না থাকে মোহপাপ
না থাকে শোক পরিতাপ
হৃদয় বিমল হোক
প্রাণ সবল হোক
বিধ্ন দাও অপসারি
কেন এ হিংসা দ্বেষ কেন এ ছদ্মবেশ
কেন এ মান- অভিমান
বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে
জয় জয় হোক তোমারি।।
জ্যৈষ্ঠ ১২৯১ (১৮৮৪)
Please follow and like us:
More Stories
আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে
আকাশ হতে আকাশ পথে হাজার স্রোতে
আকাশ আমায় ভরল আলোয় আকাশ আমি ভরব গানে