বার বার সহস্রবার আমি মরেছি
মো. রেজাউল করিম হৃদয়
বার বার সহস্রবার আমি মরেছি
শতবর্ষে শতবার হাজারবার
আমি মৃত্যুকে বুক পেতে নিয়েছি।
আমি তো মরেছি পৃথিবীর মায়ায় বারবার;
আমি মরেছি ট্রয়ের বিধ্বংসতায়,
জাতিপাতের অজ্ঞাতায়,
পানিপথের ময়দানে।
আমি মরেছি যুদ্ধের বাহানায়,
লুটপাটের শিকার সমাজের গর্বে।
আমি মরেছি ক্ষনিকের বাদশার শাসনে,
মরেছি মিরজাফরের কপটতায়,
সিরাজের রক্তের প্রতিটি ফোটায়,
আমি মরেছি ভালবাসার অবহেলায়।
গভীর সমুদ্রের জল আমায় ডুবাতে পারে নি,
অগ্নিগিরির লাভা আমাকে মৃত্যু উপহার দেয় নি,
তারপরও আমি মৃত্যুর স্বাদ গ্রহন করেছি;
একাত্তরে চেতনার ছিন্নবিচ্ছিন্ন মমতায়,
সাতবীরের বলিদানের মূল্যহীনতায়।
আমি ডুবে মরেছি অসহায়দের একফুটো চোখের পানিতে,
আমি মরেছি মিথ্যা অহংকারে জ্বলে উঠা আগ্নি পুড়িতে।
আমি মরেছি সন্তানের সামনে মায়ের লজ্জা কেড়ে নিতে দেখে,
মরেছি মেয়েশিশুর লজ্জাভরা দেহে হায়নার কামড়ে,
মরেছি রাক্ষসের দখলকৃত তনুর ক্ষত বিক্ষত অঙ্গে,
মরেছি ক্ষুধার জ্বালায় পথে পথে
বোনের শাড়ি মাটিতে লুটিয়ে পড়াতে,
আমি মরেছি যাদের তোমরা বেশ্যা বলো
তাদের লজ্জা অসহায় চোখের চাহনিতে।
প্রেমিকার উলঙ্গ স্থিরচিত্রে,
লাখো কপটদারী প্রেমিকের মুঠোফোনের জালের বাধায়,
আমি মরেছি।
আমি বারবার মরেছি,
ত্রি-লিঙ্গো খ্যাত কিন্নর সমাজের প্রতি তোমাদের অবেহেলা দেখে,
মরেছি বৃদ্ধার উপর তোলা হাতের আঘাতের স্পর্শে,
মরেছি এতিমের হকের মিথ্যা দাবিদারের কাছে,
মরেছি গুজবের বাহানায় পদ্মাসেতুকে তার অস্তিত্ব দিতে,
মরেছি আমি রাস্তায়-রাস্তায় বন্দরে-বন্দরে
শিশুর হাতে অস্র দেখে।
আমি মরেছি।
বিষাক্ত সাপের বিষ আমার জীবন কেড় নিতে পাড়েনি,
বনের হিংস্র প্রাণী আমার নিশ্বাস উপহারে নেয় নি,
তারপরও অধিকার বঞ্চিত মায়ের নিশ্চুপ ভাষায়,
নির্যাতনে শিকার আমার বোনের কথায়,
নিয়মের জালে বাধা আমার ভাইয়ের অসহায়ত্বের হাহাকারে,
মাঠিতে লুটিয়ে পরা আমার বাবার চিৎকারে,
যুদ্ধের নামে জাতি নির্বংশ করার বেদনায়,
আমি মৃত্যুর সাধ গ্রহন করেছি বারেবারে।
আমি মানবতা;
বারাবার সহস্রবার হাজারবার
আমি মরেছি,আমি মরছি।
আকাশের বিশলতায় আমি
অহংকার আর কপটতার পাহাড় দেখছি,
যার ভারে আমার শ্বাস রুদ্ধ আজ
আমি বারবার এভাবেই মৃত্যুকে অলিঙ্গন করছি,
আমি মরছি মিথ্যার গুলিতে চড়ে।
তারপরও ফিরে আসি নিষ্পাপ কবির মায়ায় হেরে,
ভবিষ্যৎ সুন্দর হবে তাদের হাত ধরে এই ভেবে,
আমি মানবতা,প্রায় প্রানহীন এ সমাজে।
মো. রেজাউল করিম হৃদয়
১ম বর্ষ,গণিত বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত