বিষয় বিষে চঞ্চল মন দিবা রজনী- লালনগীতি
বিষয় বিষে চঞ্চল মন দিবা রজনী।
মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী।।
বিষয় ছারিয়ে কবে
আমার মন শান্ত হবে।
আমি কবে সে চরণ করিব স্মরণ
যাতে শীতল হবে তাপিত পরানি।।
কোনদিন শ্মশানবাসি হব
কি ধন সঙ্গে লয়ে যাব।
কি করি কি কই ভূতের বোঝা বই
একদিন ভাবলাম না গুরুর বানী।।
অনিত্য দেহেতে বাসা
তাইতে এতো আশার আশা।
লালন ফকির বলে দেহ নিত্য হলে
আর কতো কি করতাম না জানি।।
বিষয় বিষে চঞ্চল মন দিবা রজনী
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি