বাংলাদেশের ভূমিকম্প যদিও একটি দুর্লভ দুর্যোগ কিন্তু এই ভূমিকম্পের ঝুঁকি বাংলাদেশে এখনো বিদ্যমান বিশেষ করে ঢাকা শহরে। ভূমিকম্প অনুভূত হলে প্রায় সত্তর হাজার ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে এবং এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেল ৭ এর উপরে গেলে এই মহা বিপর্যয় নেমে আসতে পারে। তাছাড়া পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় ঢাকা শহর ভূমিকম্পের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মেঘালয় আসাম অথবা অতি সম্প্রতি যেসব ভূমিকম্প হয়েছে তার কম্পন সিলেটসহ ঢাকা শহরেও অনুভূত হয় । তাই ঢাকাবাসীকে অনতিবিলম্বে বিল্ডিং কোড মেনে ইমারত তৈরী করতে হবে এই ভূমিকম্পের মতো মহা বিপর্যয় থেকে রক্ষা পাবার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । যেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সর্বদা জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন পোস্টার লেখা ফেস্টুন তারা প্রকাশ করে থাকে । মানুষকে সচেতন করার জন্য দায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্প সম্পর্কিত নির্দেশনাগুলো সাধারন জনগন হিসেবে অবশ্যই জেনে রাখা দরকার
নিচে এগুলোর টি সারিবদ্ধ প্রকাশ করা হলো ।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জরুরী বিজ্ঞপ্তি । ভূমিকম্প সময় আপনার করণীয় ।
ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত হবেন না ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল ডেস্ক বা অন্য কোনো শক্ত আসবাবপত্রের নিচে আশ্রয় নিন
রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন
পিলার ঘেঁষে আশ্রয় নিন
শিক্ষা প্রতিষ্ঠান অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয়
নিন ঘরের বাইরে থাকলে গাছ উঁচু বাড়ি বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে
গার্মেন্টস ফ্যাক্টরি হাসপাতাল মার্কেট ও সিনেমাহলের থাকলে বের হবার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা থেকে বসে পড়ুন
ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়া করবেন না কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলাবালি শ্বাস নিতে না ঢুকে
একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন
উপরের তলায় থাকলে কম্পন ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাছাড়া তাড়াহুড়ো করে লাফ দিয়ে বালিশ ব্যবহার করে নামাতে বিরত থাকুন
কম্পানি থাকলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে আশ্রয় নিন
গাড়িতে থাকলে ওভারব্রিজ ফ্লাইওভার গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান ভূকম্পন বা ঝাঁকুনি না পর্যন্ত গাড়ির ভিতরে অবস্থান করুন
ব্যাটারি চালিত রেডিও টর্চলাইট পানীয় প্রাথমিক চিকিৎসা রাখুন
বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করুন
ধন্যবাদ
More Stories
Bangladesh Genocide became the most heinous crime by Pakistani Army in 1971 documented by World Record
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়