Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

যদি সুস্থ থাকতে চান, বেশী করে সবজি খান

Spread the love

যদি সুস্থ থাকতে চান, বেশী করে সবজি খান

পাতার মধ্যে আছে আয়রন ফুলে ভিটামিন সি। নাম তার ফুলকপি।

মিষ্টি কুমড়া, গাজর, সিমে, করলাতে ভিটামিন এ।

কাঁচা পেঁপে বেগুন ঝিঙ্গায় আছে ভিটামিন বি।

চমৎকার ঐ সরষে শাকে এ ভিটামিন প্রচুর থাকে।

মুলা শাকে ভিটামিন সি

লাল শাক ভরা ভিটামিন এ

সি আছে কাঁচা মরিচ শসা আর পটলের মাঝে আছে ভিটামিন বি।

তবে বাধা কপি দেহের মেদ কমাতে সাহায্য করে। বেশি করে বাঁধাকপি খান। যদি পান।

যদি সুস্থ থাকতে চান

ভাইজান তোমরা জান কি? তবে শুনুন গানে গানে।