colorgeo.com

Disaster and Earth Science

রাত পোহালে পাখি বলে

Lalongeeti

গান -লালনগীতি

রাত পোহালে পাখি বলে
দে রে খাই দে রে খাই
আমি গুরু কার্য মাথায় রেখে
কি করি আর কথাই যাই।।


এমন পাখি কে বা পোষে
খেতে চায় সাগর শুষে
তারে কি দিয়ে জগাই।।
আমার বুদ্ধি গেল সাধও গেল
নাম হলরে পেটুক সাঁই ।।


আমি বলি ও আত্মারাম
মুখেতে লও আল্লার নাম।
তুমি যাতে মুক্তি পাও ।।


আরে কথায় কেমন হয়না রতন
খাবো খাবো খাবো রস সবাই।।


আমি হলাম লাল পড়া
পাখি আমার বেয়াড়া ।
সবর বুঝি নাই
তার সবর বুঝি নাই।।


ফকির লালন বলে পেত ভরিলে
কিসের আর গুরু-গোঁসাই।।