বিভিন্ন গবেষণাপত্রে লোকেশন ম্যাপ (Map) তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অধিকাংশরই ArcGIS সফটওয়্যার সম্পর্কে ধারণা না থাকায় ভালোমানের ম্যাপ তৈরি করতে সক্ষম হয় না। এতে করে অনেক সময় ইন্টারনেট থেকে ম্যাপ ডাউনলোড করে সংযোজন করলে দেখতে অনেকটা ছবির রেজুলেশন কমে যায়, যা প্রজেক্টরে প্রদর্শন করলে আরো খারাপ দেখা যায়। এই সমস্যা দূর করতে আমি উল্লেখিত software ব্যবহার করে বিভিন্ন জায়গার ম্যাপ তৈরি করব এবং আপনাদের সাথে ধারাবাহিকভাবে সবগুলো ম্যাপ শেয়ার করবো। আজকে কাজ হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ম্যাপ (map) তৈরি করা।

Please follow and like us:
More Stories
গবেষণা কি উৎসাহ নাই দেশে
Correction of Gravity Measurements: Bouguer Correction-Latitude Correction-Terrain Corrections-Free-Air Correction
স্মার্টফোন ও কম্পিউটার আসক্তি আপনার ক্ষতি করছে না তো?