Colorgeo

Classroom for Geology and Disaster

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ

Spread the love

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ।
যার যা সেই সে করে
তোমার বলা অকারণ।।

কাঁটার মুখ কেউ চাছে না
ময়ূর চিত্র কেউ করে না।
এমনি মতে সব ঘটনা
যার যাতে আছে সৃজন।।

চিন্তামণি পদ্মিনী নারী
এরাই পতিসেবার অধিকারী।
হস্তিনী শঙ্খিনী নারী
তারা কর্কশ ভাষায় কয় বচন।।

শশক পুরুষ সত্যবাদী
মৃগপুরুষ উধধরভেদি।
অশ্ব বৃষ বেহুশ নিরবধি
তাদের কুকর্মেতে সদাই মন।।

ধর্ম কর্ম আপনার মন
করে ধর্ম সব মোমিনগণ।
লালন বলে ধর্মের কারন প্রাপ্তি হবে নিরঞ্জন।।

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ