রুনা আক্তার
—————–
মোরা উদ্যম, মোরা সাহসী
মোরা নির্ভীক।
মোরা সাহস নিয়ে লড়তে রাজি নিত্তনৈমিত্তিক।
হও সাহসী, হও বীর
পারবে তুমি পারবে,
বিজয়ীর খেতাবে নাম তুলতে।
কিসে ভয়? কিসে বাঁধা?
মনে তুমি নাও বল।
বলো আমি পারব,আমি পারব
বিজয়ীর খেতাবে নাম তুলতে।
তোমায় দেখে বাংলার দামাল ছেলে
নিবে সাহস লড়বে যুদ্ধে
আর বলবে আমরাই পারব
বিজয়ীর খেতাবে নাম তুলতে।
রুনা আক্তার
২য় বর্ষ,শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)
More Stories
গণিতের সকল সূত্র একসাথে
কয়লা ও কালো শেলের মধ্যে 2 টি প্রধান পার্থক্য জানেন কি?
প্রফেসর মদন মোহন দে যে 4 টি কারনে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন