Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

সাহসীকতায় আমরা

Spread the love

সাহসীকতায় আমরা

রুনা আক্তার
—————–
মোরা উদ্যম, মোরা সাহসী
মোরা নির্ভীক।
মোরা সাহস নিয়ে লড়তে রাজি নিত্তনৈমিত্তিক।
হও সাহসী, হও বীর
পারবে তুমি পারবে,
বিজয়ীর খেতাবে নাম তুলতে।

কিসে ভয়? কিসে বাঁধা?
মনে তুমি নাও বল।
বলো আমি পারব,আমি পারব
বিজয়ীর খেতাবে নাম তুলতে।

তোমায় দেখে বাংলার দামাল ছেলে
নিবে সাহস লড়বে যুদ্ধে
আর বলবে আমরাই পারব
বিজয়ীর খেতাবে নাম তুলতে।

সাহসীকতায় আমরা

সাহসীকতায় আমরা

রুনা আক্তার
২য় বর্ষ,শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)

বর্ণালী মাসিক ম্যাগাজিন Free Magazines, ২য় সংখ্যা, সেপ্টেম্বর, ২০২০

বর্ণালী-মাসিক-ম্যাগাজিন (Magazines for Free Download) 1st Version