colorgeo.com

Disaster and Earth Science

সূরা আল-ফাতিহা ও তাঁর অর্থ

ইসলাম

ফাতিহা শব্দটি আরবি “ফাতহুন” শব্দজাত যার অর্থ “উন্মুক্তকরণ”। এটি আল্লাহ্ এর পক্ষ থেকে বিশেষ প্রতিদান স্বরূপ। সূরা ফাতিহা অন্যান্য সূরার ন্যায় বিসমিল্লাহির রাহমানির রাহীম দিয়ে শুরু হয়েছে। আল ফাতিহা সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় মক্কী সূরা হিসেবে শ্রেণীবদ্ধ।

  1. بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
    বিসমিল্লাহির রাহ্ মানির রাহিম
    ১: পরম করুণাময় অতি দয়ালু আল্লাহের নামে।
  2. ٱلْحَمْدُ لِلَّٰهِ رَبِّ ٱلْعَالَمِينَ
    আলহামদুলিল্লা-হি রাব্বিল আ-লামীন।
    ২: সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে।
  3. ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
    আর রাহ মা-নির রাহীম।
    ৩: অনন্ত দয়াময়, অতীব দয়ালু।
  4. مَالِكِ يَوْمِ ٱلدِّينِ
    মা-লিকি ইয়াওমিদ্দীন।
    ৪: ন্যায় দিবসের মালিক।
  5. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
    ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কানাছতা’ঈন।
    ৫: আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই নিকট সাহায্য কামনা করি।
  6. ٱهْدِنَا ٱلصِّرَاطَ ٱلْمُسْتَقِيمَ
    ইহদিনাসসিরা-তাল মুছতাকীম।
    ৬: আমাদের সরল পথনির্দেশ দান করুন।
  7. صِرَاطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّالِّينَ
    সিরা-তাল্লাযীনা আন’আম তা’আলাইহীম, গাইরিল মাগদূ বি’আলাইহীম ওয়ালাদ্দাল্লীন। আমীণ।
    ৭: তাদের পথে, যাদের আপনি অনুগ্রহ করেছেন, এবং তাদের পথে নয় যারা আপনার ক্রোধের শিকার ও পথভ্রষ্ট, আমীন