
যেদিন তোমায় প্রথম দেখি, সেদিন লেগেছে ভালো,
তখন থেকে আমার মন তোমায় চেয়েছিল।
পড়েছিলে যেদিন লাল জামা, ওগো মোর প্রিয়তমা
হেঁটে যাচ্ছিলে ওই লম্বা পথ ধরে,
আমায় দেখে হেসেছিলে একটু আদর করে,
সেদিন লেগেছে ভালো,
তখন থেকে আমার মন তোমায় চেয়েছিল।
পথে-ঘাটে-মাঠে যেথায় দেখি,
তোমার কাজল কালো ওই দুই আঁখি,
তখন আমার ইচ্ছে করে,
তোমায় এ বুকের মধ্যে রাখি।
লোকান্তর ছেড়ে ওই দুর প্রান্তরে,
ছোট্ট একটি ঘর বাঁধি।
সেদিন লেগেছে ভালো,
তখন থেকে আমার মন তোমায় চেয়েছিল।
এখনও তোমায় লাগে ভালো,
তুমি বলো না’গো তোমায় ভালবাসি,
শুনতে আমার বড়ই ইচ্ছে করে,
তবে কি আমার স্বপ্ন হয়ে যাবে চিরতরে?
সেদিন লেগেছে ভালো,
তখন থেকে আমার মন তোমায় চেয়েছিল।
আজও পথ চেয়ে রয়েছি তোমার আশায়,
যেদিন বলবে তুমি,
ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন
More Stories
Bhola cyclone; the devasted Natural Disaster in Bangladesh in 1970
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গুগলের শ্রদ্ধা জ্ঞাপন
Is asbestos a carcinogenic