মন সহজে কি সই হবা

স্বরূপে রূপ আছে গিলটি করা-লালন গীতি

Spread the love

স্বরূপে রূপ আছে গিলটি করা-লালন গীতি

স্বরূপে রূপ আছে গিলটি করা।

রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা।।

শতদল সহস্রদলে

রূপ স্বরূপে ভাটা খেলে।

ক্ষণেক রূপ রয় নিরালে নিরাকারা।।

রূপ বললে যদি হয় রূপসাধন

তবে কি আর ভয় ছিল মন।

সে মহারাগের করণ স্বরূপ দ্বারা।।

আসবে বলে স্বরূপমণি

থাক গা বসে ভাব-ত্রিবেণী

লালন কয় সামাল ধনি

সেই কিনারা।।

এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলতো সোনা

আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে

আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে

অনেক দিনের মনের মানুষ যেন এলে কে

মন সহজে কি সই হবা চিরদিন ইচ্ছা মনে

 

Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *