Colorgeo

Classroom for Geology and Disaster

অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে

SUBINOY RAY
Spread the love

অধরা মাধুরী ধরেছি ছন্দ

 

রবীন্দ্র সঙ্গীত

অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে

ও যে সুদূর রাতের পাখী 

গাহে সুদূর রাতের গান

বিগত বসন্তের অশোক রক্ত রাগে ওড় রঙ্গিন পাখা 

তাড়ি ঝরা ফুলের গন্ধ  ওর অন্তরে ঢাকা

ওগো বিদেশিনী

তুমি ডাক ওরে নাম ধরে 

ও যে তোমারি চেনা 

তোমারি দেশের আকাশ ও যে জানে  তোমার রাতের তারা 

তোমারি  বকুল বনের গানে ও দেয় সাড়া  

নাচে তোমারি কঙ্কণেরই তালে।।

অধরা মাধুরী ধরেছি ছন্দ

 চৈত্র ১৩৪৫ (১৯৩৯)

অধরা মাধুরী ধরেছি ছন্দ

ইউটিউব ভিডিও লিঙ্ক