Colorgeo

Classroom for Geology and Disaster

আমি দেখেছি

Spread the love

আমি দেখেছি

লেখক

রমন কুমার বিশ্বাস, অধ্যাপক, পবিপ্রবি।।


আমি দেখেছি জীবিত মানুষের মূল্য কম মৃত মানুষের বেশি

আমি দেখেছি পথ শিশুদের বিরতিহীন কান্না

আমি দেখেছি শীতার্ত বৃদ্ধ নর-নারীদের কনকনে শীতে ক্রন্দন

আমি দেখেছি রৌদ্রের তাপে ভূমিষ্ঠ শিশুর চর্ম কৃষ্ণবর্ণ 

আমি দেখেছি অসহায় ভিক্ষুকের ক্ষুদাতুর আর্তনাদ

আমি দেখেছি ক্ষণে বৈষম্য অমানুষ মনুষ্য সমাজ

আমি দেখেছি বিনা চিকিৎসায় মারা যাওয়া একটি বৃদ্ধ

আমি দেখেছি প্রাণবন্ত পাখিদের নির্বিচারে গুলি

আমি দেখেছি নিরীহ পশুর মুন্ডু ছেদন ফিনকি দিয়ে রক্ত

আমি দেখেছি নির্লজ্জভাবে ঘুষের টাকা দাবি

আমি দেখেছি মানুষে মানুষে সীমাহীন বৈষম্য

আমি দেখেছি এক টুকরো মাংসের জন্য শ্রেষ্ঠ জীবের হত্যা

আমি দেখেছি মৃত মানুষের খ্যাতি বিক্রির বেনামি সব সম্পদ

আমি দেখেছি নববধূর ত্বকে ঝালসান নিরীহ অগ্নি

আমি দেখেছি বিধবা স্ত্রীর করুন পরিণতি

আমি দেখেছি মৃতপ্রায় বৃদ্ধের নাবালক দুই স্ত্রী

আমি দেখেছি বেত্রাঘাতে নাবালকেরে ধর্ম শিক্ষা

আমি দেখেছি বৃদ্ধ স্ত্রীর পেনশনের অর্থ লুট

আমি দেখেছি অপলক দৃষ্টিতে সম্মুখে মিথ্যা বাক্য

আমি দেখেছি সুদর্শনা স্ত্রীর আঁচল টেনে নগ্ন

আমি দেখেছি অন্তরে বিষ মুখে মধু ও ছলনা

আমি দেখেছি বাঁশের কঞ্চিতে তৈরী ইমারত

আমি দেখেছি প্রকাশ্য দিবালোকে শিক্ষকের অপমান

আমি দেখেছি ডিজিটাল যুগে ভূমিষ্ঠ শিশুকে হেলা

আমি দেখেছি জ্ঞানচর্চায় শিক্ষার্থীর অনীহা

আমি দেখেছি নিরাপরাধ এর সুদীর্ঘ কারাবাস

আমি দেখেছি ধর্ম নিয়ে জুলুম হত্যা ঘরে আগুন মারামারি

আমি দেখেছি প্রকৃতির সৃষ্টিতে ঐশ্বরিক, অলৌকিক-তকমা

আমি দেখেছি ছলনা করে বসত মাটি দখল লুটপাট

আমি দেখেছি মিথ্যা, ছলনা,  মূল্যবোধের ক্ষয়

আমি দেখেছি মিষ্টি ভাষী অকৃতজ্ঞের মহা আস্ফালন

আমি দেখেছি যা কখনও দেখতে চাইনি আমি।।

আমি দেখেছি

লেখক

রমন কুমার বিশ্বাস, অধ্যাপক, পবিপ্রবি

কবিতাঃ সম্মান

75 টি ছোটদের কবিতা

আর পারছিনা গুরু – কবিতা

রবীন্দ্র সঙ্গীত