Colorgeo.com

Disaster and Earth Science

খালি ভাঁড় থাকবে রে পড়ে – লালনগীতি

Spread the love

খালি ভাঁড় থাকবে রে পড়ে – লালনগীতি

খালি ভাঁড় থাকবে রে পড়ে
দিনে দিন কর্পূর তোর যাবে রে উরে।।
মন যদি গোলমরিচ হতো
তবে কি আর কর্পূর যেত।
তিলক আদি না থাকিত সুসঙ্গ ছেরে।।
অমূল্য কর্পূর যাহা
ঢাকা দেওয়া আছে তাহা।
কেমনে প্রবেশে হাওয়া কর্পূরের ভাঁড়ে।।
সে ধন রাখিবার কারণ
নিলে না গুরুর স্মরণ।
লালন বলে বেড়াই এখন
ভাগাড় ভাগাড়ে।।

খালি ভাঁড় থাকবে রে পড়ে – লালনগীতি

খালি ভাঁড় থাকবে রে পড়ে
খালি ভাঁড় থাকবে রে পড়ে

 

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti

সব লোকে কয় লালন কি জাত সংসারে

ক্ষম ক্ষম অপরাধ- লালনগীতি

আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা- লালনগীতি

সময় গেলে সাধন হবে না- লালনগীতি

দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি- লালনগীতি

স্বরূপে রূপ আছে গিলটি করা-লালন গীতি

সময় গেলে সাধন হবে না- লালনগীতি