চাতক বাঁচে কেমনে মেঘের বরিষণ বিনে-লালনগীতি
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে।।
তুমি হে নব জলধর
চাতকিনী মা’লো এবার
রাখ ভুবনে ।।
তুমি দাতার শিরোমণি
আমি চাতক অভাগিনী।
তোমা ভিন্ন আর না জানি
রাখ চরণে।।
চাতক ম’লে যাবে জানা
ঐ নামের গৌরব রবে না
জল দিয়ে কর সান্তনা
অবোধ লালনে।।
চাতক বাঁচে কেমনে মেঘের
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti
আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা- লালনগীতি
সময় গেলে সাধন হবে না- লালনগীতি
সময় গেলে সাধন হবে না- লালনগীতি
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে