দেখ না মন ঝাকমারি এই
দেখ না মন ঝাক মারি এই দুনিয়াদারি।
পরিয়ে কৌপনি ধ্বজা মজা উড়ালো ফকিরি।।
বড় আশায় বাসা এ ঘর
পড়ে রবে কোথা রে কার
ঠিক নাই তারই।
পিছে পিছে ঘুরছে শমন
কোনদিন হাতে দেবে দড়ি।।
দরদের ভাই বন্ধুজনা
ম’লে সঙ্গে কেউ যাবেনা মন তোমারই।
খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরই।।
যা করো তাই করো রে মন
পিছের কথা রেখ স্মরণ বরাবরই।
দরবেশ সিরাজ সাঁই কয় শোন রে লালন
হোস নে কারো ইন্তেজারি।।
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti
আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা- লালনগীতি
আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা- লালনগীতি
More Stories
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে: বুক সামারি
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে
বন্ধু যখন বই ও কম্পিউটার