নিবেদন
শোনো অবুঝ মনের মেয়ে, তুমি হাসলে এই হৃদয় হাসে!
আপন ভুবন,স্বপন ভুলে হাজার খুশির বাণে ভাসে!
শোনো অবুঝ মনের মেয়ে,তুমি কাঁদলে এই হৃদয় কাঁদে!
মুক্তোদানার ন্যায় অশ্রুগুলো এক নিখাদ মায়ায় বাঁধে!
তোমার মায়াবী চোখের পাতায় গাঢ় অভিমান জমে!
অবুঝ মনের গহীন কোণে অন্ধকার বিষাদ নামে!
আমার অপলক চোখের করুণ চাহনী, বুঝো কি তুমি!
পড়তে পারো কতটা! বুঝো কি তা কতটা দামী!
মনের গহীনে হৃদয় বাগানে এক টুকরো গোলাপ তুমি।
তোমার কাজল চোখের মায়ার নেশায় আসক্ত আমি!
আমার হৃদয় জূড়ে আছো তুমি, আছো কল্পনায় মিশে।
এ জীবনে তুমি না হয় আমারই হলে, তাতে বাধা কীসে!
তুমিহীন দিনগুলো,তুমিহীন ক্ষণগুলো বড্ড বিষাদময়।
তুমিহীন সন্ধ্যার এই হৃদয় আকাশ গাঢ় অন্ধকারময়!
ক্রমশ গাঢ় হয়, গভীর হয় তোমার কাজল চোখের মায়ার নেশা।
খুব জানতে ইচ্ছে করে, তা কি শুধুই মোহ,শুধুই অমূলক আশা!
শোনো অবুঝ মনের মেয়ে,তুমি কাঁদলে এই হৃদয় কাঁদে।
মুক্তোদানার ন্যায় অশ্রুগুলো এক নিখাদ মায়ায় বাঁধে।
আমার হৃদয়জুড়ে আছো তুমি, আছো কল্পনায় মিশে।
এ জীবনে তুমি না হয় আমারই হলে তাতে বাধা কীসে!
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে