পবিপ্রবিতে গবেষণা বৃত্তি প্রস্তাবের (Proposal) বিজ্ঞপ্তি প্রকাশ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার ২০২১-২০২২ অর্থ বছরের জন্য সংশ্লিষ্ট গবেষকদের থেকে Research proposal বা গবেষণা প্রস্তাব আহবান করেছেন। এক্ষেত্রে বিশ্ব বিদ্যালয়ের নির্দিষ্ট ফর্ম এ গবেষণা খাতে অর্থ বৃত্তি পাবার জন্য আবেদন করা যাবে। ১ বছর থেকে ৩ বছর পর্যন্ত এই গবেষণা প্রস্তাব (Proposal) এর জন্য আবেদন করা যাবে। পবিপ্রবি (PSTU) ওয়েবসাইটে থেকে বিস্তারিত জানা যাবে।
আবেদনের শেষ তারিখ ২৪/০৬ ২০২১
কি কি লাগবেঃ অবেশনা প্রস্তাবের ৩টি হার্ড কপি ও ১টি সফট কপি। ইমেইল র মাধ্যমে rtc@pstu.ac.bd ঠিকানায় আবেদন করতে হবে।
1.-বিজ্ঞপ্তি2021-2022_compressed
পবিপ্রবিতে গবেষণা বৃত্তি সাধারণ তথাবলিঃ
2.-General-Instruction-PDF_compressed
গবেষণা নির্ধারিত ফর্ম
More Stories
Deductive and Inductive Approach in Qualitative Research
World Divorce Rate
How to Write an Introduction of Scientific Paper