ভালবাসা নিয়ে কিছু কথা

প্রত্যাশা

Spread the love

প্রত্যাশা

আমার প্রতিটা হলুদ বিকেলে আমি তোমাকে চাই।
আমার প্রতিটা সোনালি সন্ধ্যায় আমি তোমাকে চাই!
তোমাকে চাই আমি দিন কিংবা রাতের প্রতিটা প্রহরে।
তোমাকে চাই আমি কৃত্রিমতাপূর্ণ এ জরাজীর্ণ শহরে!

আমার প্রতিটা গভীর নি:শ্বাসে আমি তোমাকে চাই।
আমার আত্নার পরম বিশ্বাসে আমি তোমাকে চাই!
তোমাকে চাই আমি গাঢ় আধারময় অমাবস্যায়।
তোমাকে চাই আমি দৃঢ় প্রার্থনা কিংবা তপস্যায়।

আমার প্রতিটা শুভ্র মিষ্টি সকালে আমি তোমাকে চাই।
আমার প্রতিটা ক্লান্ত অলস দুপুরে আমি তোমাকে চাই!
তোমাকে চাই আমি পূর্ণিমার চাঁদের ঝলমলে আলোয়।
তোমাকে চাই আমি আমার সবটুকু মন্দ কিংবা ভালোয়!

শিশির ভেজা প্রচন্ড শীতের দিনগুলোয় আমি তোমাকে চাই।
আমার বাগানে বসন্তের ফুলের প্রতিটা ঘ্রাণে আমি তোমাকে চাই!
তোমাকে চাই আমি গ্রীষ্মের রোদ কিংবা বর্ষার বৃষ্টিতে।
তোমাকে চাই আমি আমার চেয়ে থাকা অপলক দৃষ্টিতে!

আমার অবসরের প্রতিটা মুহূর্তে আমি তোমাকে চাই।
আমার সবটুকু ব্যস্ততা জুড়ে আমি তোমাকে চাই!
তোমাকে চাই আমি আমার আপন মনের গহীন কোণে।
তোমাকে চাই আমি আমার প্রতিটি ক্ষণে মানে-অভিমানে!

আমার প্রতিটা হলুদ বিকেলে আমি তোমাকে চাই।
আমার প্রতিটা সোনালি সন্ধ্যায় আমি তোমাকে চাই!
তোমাকে চাই আমি দিন কিংবা রাতের প্রতিটা প্রহরে।
তোমাকে চাই আমি কৃত্রিমতাপূর্ণ এ জরাজীর্ণ শহরে!

 

প্রত্যাশা
প্রত্যাশা

 

75 টি ছোটদের কবিতা

সেদিন লেগেছে ভালো

 

Author: Mohsin Reza
BSc in Geology and Mining, University of Rajshahi, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *