Colorgeo

Classroom for Geology and Disaster

বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন

World Teachers Day
Spread the love

বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক মাত্র

শিক্ষা কেউ কাউকে দিতে পারেনা। শিক্ষকের নির্দেশিত পথ অনুসরণ করে ছাত্রকে তা অর্জন করতে হয়। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আজকের বাজার দাতার অভাব নেই এমনকি এক্ষেত্রে দাতাকর্ণ অভাব নেই। আমরা আমাদের ছেলেমেয়েদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিন্তে থাকি। এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধনলাভ করে ফিরে আসবে যার ফলে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করা ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করা।  শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন তার কৌতুহল উদ্যোগ করতে পারেন তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন। মন রাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন তার জ্ঞানপিপাসা কে জ্বলন্ত করতে পারেন এর বেশি আর কিছুই হতে পারে না। যিনি যথার্থ গুরু আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে নিজের মন দিয়ে গড়ে তোলেন নিজের অভিমত নিজে অর্জন করে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়। গুরু পথপ্রদর্শক মাত্র। প্রকৃত শিক্ষা অর্জনের জন্য একজন শিক্ষকই যথার্থ নয়। শিক্ষার্থীকে নিজ চেষ্টা দ্বারা সে সাধনা অর্জন করতে হয়।