মুগ্ধতা
আমার মনের মরুভূমিতে প্রশান্তির এক ফোঁটা বৃষ্টি তুমি।
অপরুপ সুন্দর ধরণীতে বিধাতার অনন্য এক সৃষ্টি তুমি!
আমার হৃদয় আকাশে এক টুকরো পূর্ণিমার চাঁদ তুমি।
কষ্টিপাথরে যাচিত স্বর্ণমুদ্রার ন্যায় নিখাদ তুমি!
আমার সুখের নদীতে অজস্র জলরাশির স্রোত তুমি।
আমার জানা-অজানা, বোঝা-না বোঝায় বোধ তুমি!
আমার কল্পনার শান্ত সমুদ্রে অশান্ত ঢেউ তুমি।
ভবঘুরে এই জীবনে মনে হয় আপন কেউ তুমি!
শত বিষাদ ডিঙিয়ে আমার ভালো থাকার কারণ তুমি।
হাজারো খেয়াল খুশির মাঝে প্রিয়তম বারণ তুমি!
আমার হৃদয়ের সকল অনুভুতির আবরণ তুমি।
জীবনে হিসেবের খাতায় জটিলতম সমীকরণ তুমি!
আমার সকালের স্নিগ্ধ মিহি রোদ তুমি।
আমার সকল অভিমানে মিষ্টি ক্রোধ তুমি!
আমার সোনালী সন্ধ্যার অন্ধকারে প্রগাঢ় স্তব্ধতা তুমি।
জীবনের সকল পরতে এক অনাবিল মুগ্ধতা তুমি!
আমার কল্পনার শান্ত সমুদ্রে অশান্ত ঢেউ তুমি।
ভবঘুরে এই জীবনে মনে হয় আপন কেউ তুমি!
আমার হৃদয়ের সকল অনুভূতির আবরণ তুমি।
জীবনে হিসেবের খাতায় জটিলতম সমীকরণ তুমি!
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত