সময় গেলে সাধন হবে না- লালনগীতি
সময় গেলে সাধন হবে না।
দিন থাকিতে তিনের সাধন কেন করলে না।।
জানো না মন খালে বিলে
থাকে না মীন জল শুকালে।
কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা।।
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে।
গাছ জদিও হয় বীজের জোরে, ফল ধরে না।।
অমাবস্যায় পূর্ণিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়।
লালন বলে তাহার সময় দণ্ড রয় না
লালন
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti
আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা- লালনগীতি
স্বরূপে রূপ আছে গিলটি করা-লালন গীতি
More Stories
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে: বুক সামারি
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে
বন্ধু যখন বই ও কম্পিউটার