কুয়াকাটা সমুদ্র সৈকত একটি গুরুত্ব পূর্ণ ট্যুরিস্ট স্পট। এখানে রয়েছে বিস্তীর্ণ বালুময় সমুদ্র তট। দেশের দক্ষিণ বঙ্গের জন্য একটি ভালো জায়গা বিশেষত ভ্রমণ পিপাসুদের জন্যে। যারা কক্সবাজার যেতে পারেন না তাদের জন্য এটা সমুদ্র ভ্রমণের সাধ মেটাবে।
কী কী রয়েছে এই বীচে
এখানে রয়েছে অনেক গুলো আলাদা আলাদা বিচ। মূল বীচ থেকে মোটর বাইকে করে অথবা অটো রিকশা করে যেতে পারবেন। এখানে রয়েছে স্পীড বোট, ঘোড়া
ইত্যাদি। লাল কাঁকড়ার চর, ঝাউবন, সহ বৌদ্ধ মন্দির । রয়েছে প্রথম কুয়া যার জন্য এই সমুদ্র সৈকতের নাম হয়েছে কুয়াকাটা।
কিভাবে যাবেন
কুয়াকাটা যেতে হলে প্রথমে আপনাকে সরাসরি কুয়াকাটার বাস ধরতে পারেন। অথবা বরিশাল এসে পটুয়াখালী হয়ে কুয়াকাটা বাস রয়েছে। বরিশাল থেকে কুয়াকাটা ১৫০ টাকা বাস ভাড়া ।
হোটেল ভাড়া কত?
কুয়াকাটা গিয়ে হোটেলে থাকলে হোটেল ভাড়া করে থাকট হবে। হোটেল ভাড়া প্রতি রাত ২০০০ থেকে ৪০০০ টাকা। তবে আরো ভালো মানের সুইমিং পুল সুবিধা নিয়ে থাকলে ৬০০০ টাকা প্রতি রাতের ভাড়া। রেস্তোরাঁতে সাধারণত দামেই খাবার পাওয়া যায়। তবে বাড়তি ভাড়া নিতে বা দাম নিতে কিছু মানুষ সর্বদা তৎপর। তাই বাড়তি মূল্যের ব্যাপারে সদা সচেষ্ট থাকতে হবে।
হোটেল সিকদার রিসোর্ট এর নাম প্রসিদ্ধ। গুগল করুন।
More Stories
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়
প্লেগ রোগের উৎপত্তি কোথায়: ইতিহাসের ভয়াবহ ব্লাক ডেথ প্লেগ মহামারী