আকাশ আমায় ভরল আলোয়
আকাশ আমায় ভরল আলোয় আকাশ আমি ভরব গানে
সুরের আবীর হানব হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে
ওরে পলাশ ওরে পলাশ
রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস
আমার মোরে রাগে রাগিণী রাঙা হল রগিন তানে
দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন থামে না যে
নীল আকাশের সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে
ওরে শিরীষ ওরে শিরীষ
মৃদু হাসির অন্তরালে গন্ধ জালে শূন্য ঘিরিস
তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে
১৩ ফাল্গুন ১৩২১ (১৯১৫)
More Stories
Motivation Speech:জীবন সাজানোর ১টিই উপায়
70+ অনুপ্রেরণামূলক উক্তি
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-2023 PDF