Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

আকাশ আমায় ভরল আলোয় আকাশ আমি ভরব গানে

Lopamudra Mitra
Spread the love

আকাশ আমায় ভরল আলোয়

আকাশ আমায় ভরল আলোয়  আকাশ আমি ভরব গানে

সুরের আবীর হানব হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে

ওরে পলাশ ওরে পলাশ

রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস

আমার মোরে রাগে রাগিণী রাঙা হল রগিন তানে

দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন থামে  না যে 

নীল আকাশের সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে 

ওরে শিরীষ  ওরে শিরীষ 

মৃদু হাসির অন্তরালে গন্ধ জালে শূন্য ঘিরিস

তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে

Lopa Mudra Mitra

 

আকাশ আমায় ভরল আলোয়


 ১৩ ফাল্গুন ১৩২১ (১৯১৫)

আকাশ আমায় ভরল আলোয়

বীন্দ্র সঙ্গীত

70+ অনুপ্রেরণামূলক উক্তি

রেজয়ানা চৌধুরী বন্যা