আকাশ হতে আকাশ পথে হাজার স্রোতে
আকাশ হতে আকাশ পথে হাজার স্রোতে
ঝরছে জগত ঝর্না ধারার মত
আমার শরীর মনের অধীর ধারা সাথে সাথে বইছে অবিরত
দুই প্রবাহের ঘাতে ঘাতে উঠিতেছে গান দিনে রাতে
সেই গানে গানে আমার প্রানে ঢেউ লেগেছে কত
আমার হৃদয়তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত
ওই আকাশ ডোবা ধারার দোলায় দুলি অবিরত
এই নৃত্য পাগল ব্যকুলতা বিশ্ব পরানে
নিত্য আমায় জাইয়ে রাখে শান্তি না মানে
চিরদিনের কান্না হাসি উঠছে ভেসে রাশি রাশি
এ সব দেখতেছে কোন নিদ্রা হারা নয়ন তারা নয়ন অবনত
ওগো সেই নয়নে নয়ন আমার হোক না নিমেষ হত
ওই আকাশ ভরা দেখার সাথে দেখব অবিরত।।
আশ্বিন ১৩২৫ ( ১৯১৮) রেজয়ানা চৌধুরী বন্যা
More Stories
Motivation Speech:জীবন সাজানোর ১টিই উপায়
70+ অনুপ্রেরণামূলক উক্তি
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-2023 PDF