আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে
যাব না গো যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে
এই নিরালায় রব আপন কোনে
যাব না এই মাতাল সমীরণে
আমার এ ঘর বহু যতন করে
ধূতে হবে মুছতে হবে মোরে
আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে
২২ চৈত্র ১৩২০ ( ১৯১৪)
More Stories
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়
প্লেগ রোগের উৎপত্তি কোথায়: ইতিহাসের ভয়াবহ ব্লাক ডেথ প্লেগ মহামারী