colorgeo.com

Disaster and Earth Science

আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে

আজ জ্যোৎস্না রাতে সবাই

আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে

বসন্তের এই মাতাল সমীরণে 

যাব না গো যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে 

এই নিরালায় রব আপন কোনে

যাব না এই মাতাল সমীরণে

আমার এ ঘর বহু যতন করে

ধূতে হবে মুছতে হবে মোরে

আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে 

যদি আমায় পড়ে তাহার মনে 

বসন্তের এই মাতাল সমীরণে


২২ চৈত্র ১৩২০ ( ১৯১৪)