পঁচিশটি বছর ধরে
প্যান্টে শার্ট গুজে পরে
আর পারছিনা গুরু।
সেই নার্সারি থেকে শুরু।
পাড়ার যতো ছেলে গুলো
সবারই ঘরে বউ এলো।
আমি ওদিকে চাইলেই!
মা বলে, মন দিয়ে পড়
আর পারছিনা গুরু।
সেই নার্সারি থেকে শুরু।
অবশেষে মায়ের দয়া হোলো
ঘরে ফুটফুটে বউ এলো।
ফুলশয্যার রাতে একগুচ্ছ গোলাপ হাতে-
বউকে গিয়ে শুধাই!
আমার জীবনে তুমিই প্রথম
তোমার জীবনে আমিও কি তাই ?
বউ হেসে বলে
আর পারছিনা গুরু।
সেই নার্সারি থেকে শুরু।
More Stories
গণিতের সকল সূত্র একসাথে
কয়লা ও কালো শেলের মধ্যে 2 টি প্রধান পার্থক্য জানেন কি?
প্রফেসর মদন মোহন দে যে 4 টি কারনে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন