Colorgeo

Classroom for Geology and Disaster

আলওয়াকেরিয়া (Alwalkeria) ডাইনোসরের 2 ছবি ও পরিচিতি

Spread the love

আলওয়াকেরিয়া (Alwalkeria) ডাইনোসরের ছবি ও পরিচিতি

আলওয়াকেরিয়া (Alwalkeria) ডাইনোসর ছিল সর্বভুক প্রাণী। গাছের কচি পাতা ও গুল্ম লতা ছিল তাদের প্রিয় খাবার। তারা মাংসও  খেত । ট্রায়াসসিক সময়ে তারা বর্তমান ইন্ডিয়াতে বসবাস করত। তেলেঙ্গা (ইন্ডিয়া) থেকে ইহার ফসিল পাওয়া গিয়েছে।

ডাইনোসরের

আলওয়াকেরিয়া (Alwalkeria) ডাইনোসরের ছবি ও পরিচিতিঃ

কারনিয়ান সময় থেকে ২২৮ মিলিয়ন বছর আগে পর্যন্ত বসবাস করতো। স্থলে বা ডাঙ্গায় বসবাস করতো।

ডাইনোসরের
ডাইনোসরের
আলওয়াকেরিয়া (Alwalkeria)