Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

ইচ্ছা

Spread the love

Table of Contents

ইচ্ছা

কামরুজ্জামান বিবেক
—————————–
একটা বিকেল পার করতে খুব ইচ্ছে করে
তোমার সাথে শান্তিনিকেতনে।
মুষল ধারে নয় হালকা গুড়িগুড়ি বৃষ্টি
তোমার সাদা শাড়িতে পড়ে
মুক্ত হয়ে ঝড়ে পড়বে তোমার সারা অঙ্গে।
আমার মনের আকাক্ষা গুলো
তোমার চুল নিঙড়ানো জলে নিচে গড়িয়ে পড়বে।

শুনেছি বর্ষায় আর বসন্তে শান্তিনিকেতন নতুন রুপে সাজে,
আমি আর তুমি না হয় সেই সৌন্দর্যে একটু ঘি ঢেলে দিবো।
গঙ্গার পাড়,শান্তির নির্মল বাতাস আর মাটির ভাঁড়ে
এক কাপ চায়ে চুমুক দিবো আমরা।
আর গঙ্গার ধারে তোমার আমার অভিমানি ভালোবাসা
চুমুর গল্পে মেতে উঠে বলবে ভালোবাসি,

ছেড়ে যাবো না কখনো।
এখন তোমার পছন্দের রং নীল বিষ হয়ে
ঝড়ে পড়ে গঙ্গার আকাশে বাতাসে।
গঙ্গা,শান্তিনিকেতন আর রবীন্দ্রনাথ বড্ড অপেক্ষা করছে
তোমার নীল বিষ কে মধু মাখা সুন্দর করার জন্য।
যাবে তো আমার সাথে গঙ্গার ধারে?

ইচ্ছা
ইচ্ছা

কামরুজ্জামান বিবেক
৩য় বর্ষ,ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)

75 টি ছোটদের কবিতা

বর্ণালী মাসিক ম্যাগাজিন Free Magazines, ২য় সংখ্যা, সেপ্টেম্বর ২০২০

বর্ণালী-মাসিক-ম্যাগাজিন (Magazines for Free Download) 1st Version

নারীর সম্মান