জাত গেল জাত গেল বলে- লালনগীতি
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা ।
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি টা না না না।।
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে।
কি জাত হবা যাবার কালে
সেই কথা ভেবে বল না।।
ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি
এক জলে সব হয় গো শুচি।
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছারবে না।।
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়।
লালন বলে জাত কারে কয়
এই ভ্রম তো গেল না।।
আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে
স্বরূপে রূপ আছে গিলটি করা-লালন গীতি
আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা- লালনগীতি
সময় গেলে সাধন হবে না- লালনগীতি
দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি- লালনগীতি
দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি- লালনগীতি
বিষয় বিষে চঞ্চল মন দিবা রজনী- লালনগীতি
বিষয় বিষে চঞ্চল মন দিবা রজনী- লালনগীতি
প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় করণীয়
গোষ্ঠে আর যাবনা – লালনগীতি
https://www.youtube.com/watch?v=brs2Php4tRE